রনবীর হই চল
মোঃ আমিরুল ইসলাম হাসান
চারদিকে আজ লাশের গন্ধ উঠছে বাতাস ফেড়ে
রাজ্য যে আজ ব্যস্ত সবে রাজ্যজয়ের তরে।
এদিকে আজ মরছে গরীব, শ্রমিক কৃষাণ খেটে
আর ঐদিকে ঐ হায়নাগুলো মারছে চাবুক বুকে।
আতস বাজি করছে দেখ মানবতা মেরে,
হাত তাদের গোলা বারুদ, মনে পিষ্ট হানা,
তাদের কেহ রুখবে নারে? আয়রে জাদু সোনা।
হাক পেরে আজ উঠরে জেগে
শহিদ বাপের পিতা।
তোদের বাপের হাক শুনে যে পালিয়ে গেল,
জনমনের তরে ছেড়ে বাড়ি ভিটা।
সেই কিরে! আয় বাপের বেটারা বাহু উচু কর,
আরেক বার ঐ দাদার ভিটে উদ্ধার করি চল।
হায়না নামক পাপিষ্ঠ-পাপাচারীর মুখোশ খুলি,
আর দেখিয়ে দে, আমার বীর বাহাদুর,
আমরা বীর শহিদের দল।
মানবতা কি হারিয়েছিস, নাকি হারিয়ে বাহুর বল?
এ বুলিতে থামবেনা, আর একবার রণবীর হই চল।
মোঃ আমিরুল ইসলাম হাসান
অনার্স ফাইনাল ইয়ার প্রাণিবিদ্যা
ভোলা সরকারী কলেজ