• সর্বশেষ আপডেট

    চিরন্তন ঋণী ডিসেম্বর মোঃ আমিরুল ইসলাম হাসান

    চিরন্তন ঋণী ডিসেম্বর


    চিরন্তন ঋণী ডিসেম্বর 
    মোঃ আমিরুল ইসলাম হাসান 

    বাংলার প্রতি পরতে পরতে,
    বাংলার সোনালী ফসল-সবুজের বুকে
    রক্তিম সূর্যের আলোকে ঘিরে 
    " বিজয় তুমি এসেছিলে"।

    লক্ষ শহিদ, জননীর ইজ্জত, 
    শিশুর হাহাকার-আত্নচিৎকার
    বুকের মানিকের তাজা প্রাণের বিনিময়ে 
    "বিজয় তুমি এসেছিলে"।

    গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্ত-শীত-বসন্ত
    চিরসবুজের বুক চিরে, 
    অজস্র খাটুনি কৃষাণীর,রাখালের মাঠে ফিরা!
    খেজুরের রসের অমৃত স্বাদে, 
    শিশিরের ফোটায়,বসন্তের হিমেল হাওয়া,
    বর্ষার দীর্ঘয়িত কালের বৃষ্টি কিংবা উতল  তরঙ্গে
    "মিশে আছো বিজয় তুমি"।

    পৃথিবীর বুকে একটি কন্ঠের-কন্ঠস্বর
    কেঁপেছিল পাপিষ্ঠরা,লুপেছিল অন্যায়!
    রণবীর-সাহসী দামাল ছেলেদের
    রক্তে-রঙিন করে
    "বিজয় তুমি এসেছিলে"।

    এই চির বাংলার,চির-বীর যোদ্ধাদের 
    করি আজো শ্রদ্ধা-সম্মান!
     "ডিসেম্বর" তুমি অনন্তকালের ঋণী, 
    ঋণী আমরা জাতিতে বাঙালি।। 

    প্রকাশিত: বুধবার, ২৩ ডিসেমম্বর, ২০২০