বিজ্ঞাপন
১. যেকোনো বিজ্ঞাপন
ছাপানো অথবা বন্ধ করার অথবা বিশেষ বা জরুরি কারণে এক দিন আগে-পরে প্রকাশের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
২. বিজ্ঞাপনের বিষয়বস্তু
অবশ্যই তিন দিন আগে কার্যালয়ে পৌঁছাতে হবে।
৩. প্রতিটি বিজ্ঞাপন
ছাপানোর জন্য অবশ্যই ছাপানোর কার্যাদেশ (ইনসারশন অর্ডার) দিতে হবে।
৪. প্রতিটি বিজ্ঞাপন
নির্দিষ্ট মূল্যপ্রাপ্তির পরই বিজ্ঞাপন ছাপানো হয়।
৫. আগে এলে আগে পাবেন'
ভিত্তিতে আমরা বিজ্ঞাপন বুকিং
নিয়ে থাকি।
৬. কোনো বিজ্ঞাপন
বাতিল করার সর্বনিম্ন সময় হচ্ছে ১ (এক) দিন।
আপত্তিকর বিজ্ঞাপন আসলে কী করবেন.......
ডট কম বা
ই- ডট কম সাইটে প্রকাশিত সব বিজ্ঞাপন গুগলের মাধ্যমে প্রকাশিত
হচ্ছে। গুগল তার নীতিমালা অনুযায়ী কখনো সমাজের পক্ষে ক্ষতিকর যেমন তামাক, মাদক, মদ বা আপত্তিকর সাইটের বিজ্ঞাপন প্রকাশ করে না। তারপরেও আপনার পার্সোনাল কম্পিউটার
(পিসি) বা ল্যাপটপে কোনো সাইট দেখার সময় এ ধরনের বিজ্ঞাপন দেখা গেলে আপনি
কম্পিউটারের ক্যাশ / কুকি / হিস্ট্রি ক্লিয়ার করুন। আশা করা যায়, এ সমস্যা থাকবে না। আর সমস্যা অব্যাহত থাকলে আপনার
ব্যবহৃত কম্পিউটারটি ভালো কোনো টেকনিশিয়ানকে দেখান।
যোগাযোগ
অনলাইন সংস্করণে, ইপেপারে, মোবাইল সাইটে বা মোবাইল অ্যাপসে বিজ্ঞাপন দিতে চাইলে
যোগাযোগ করুন:
এম এ মেহেদীযোগাযোগ করুন:
মুঠোফোনঃ +৮৮ ০১৮৭৮৭৪৬৮৬৮
ইমেইলঃ info@digontonewsbd.com