• সর্বশেষ আপডেট

    ছাত্রলীগ নেতা ইমতিয়াজের হলের সিট ফিরিয়ে দেয়ার নির্দেশ হাইকোর্টের

     


    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বীর হলের সিট ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


    সিট ফিরে পেতে রিট করেছিলেন ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বী। তার সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতেই এ আদেশ দেন আদালত।


    এর আগে, গত ৩০ মার্চ বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্ররাজনীতির সাথে জড়িত থাকায় পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজের হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনার সার্বিক বিষয় তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহনের কথাও জানানো হয়।

    প্রকাশিত। সোমবার ৮ এপ্রিল ২০২৪