Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  সেনবাগে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত-৩


  মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালী সেনবাগে সিএনজি চালিত অটোরিকশা উল্টে মোঃ সাহেব উল্যা (৬৫) নামের অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসার নিহত হয়েছেন।

   তিনি সোনালী ব্যাংক কানকিরহাট শাখার  প্রিন্সিপাল অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। নিহত মোঃ সাহেব উল্যার বাড়ি বেগমগঞ্জের লতিফপুর গ্রামে। তিনি ওই গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র।

  রোববার সকালে নিজ বাড়ি থেকে সিএনজি যোগে কানকিরহাট কমর্স্থল যাওয়ার পথে ফকিরাহাট নামক স্থানে পৌঁছলে দ্রুত গতির সিএনজি উল্টে দূর্ঘটনার কবলে পড়ে মাথায় গুরুত্ব আহত হন।

  এসময় চালক, এক শিশু ও আরো যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে অসেন।

  এরমধ্যে সাহেব উল্যাহ ও ৪ বছর বয়সী শিশু আশ্রাফের আঘাত গুরুত্বর হওয়ায়  তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়, সেখান ব্যাংক কর্মকর্তার অবস্থা অসংখ্যা জনক হওয়ায় তাকে দ্রুত ঢাকায় রেফার করা হয়। ঢাকা নেওয়া পথে বিকেলে তিনি মারা যান।

  প্রকাশিত: রবিবার, ০৬ ডিসেমম্বর, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad