সীতাকুণ্ডে ১০ মামলার পলাতক আসামি গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড এলাকা থেকে অবৈধ অস্ত্র, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কবির আহমেদকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-৭। কবির আহমেদ একই এলাকার জালাল আহমদের ছেলে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার।
তিনি জানান, বাড়বকুণ্ড ইউনিয়নের মো. কবির আহমেদ জনসম্মুখে অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তার নামে সীতাকুণ্ড থানায় অবৈধ অস্ত্র, হত্যা, হত্যা-চেষ্টা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১০টি মামলা রয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে মো. কবির আহমেদকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।