বৃহস্পতিবারের সমাবেশ বিএনপির ‘টার্নিং পয়েন্ট’
তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশটিকে ‘আন্দোলনের টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছে ঢাকা মহানগর বিএনপি।
শুক্রবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বান আবদুস সালাম এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু সমাবেশ সফল করায় নেতাকর্মীদের অভিনন্দন জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিশাল সমাবেশকে আন্দোলনের টার্নিং পয়েন্ট উল্লেখ করে নেতারা বলেছেন, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিএনপির প্রতিটি নেতাকর্মী নিজের জীবন বাজী রেখে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছেন। এই লড়াইয়ের শেষ প্রান্তে আমাদের জন্য বিজয় অপেক্ষা করছে।’
প্রকাশিত শুক্রবার ১২ আগস্ট ২০২২