• সর্বশেষ আপডেট

    রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করলো বুলগেরিয়া

     

    রাশিয়ার ১০ কূটনৈতিককে বহিষ্কারের কথা জানিয়েছে পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া। তাদের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থার সঙ্গে অসঙ্গতি কার্যকলাপের অভিযোগ এনেছে দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রুশ নিউজ এজেন্সি তাস।

    এ বিষয়ে রাশিয়ার রাজনীতিবিদ ও রাষ্ট্রদূত এলিওনোরা মিত্রোফানোভা তাস নিউজকে বলেন, এই ঘটনাকে অত্যন্ত অ-বন্ধুসুলভ কাজ এবং প্রতিশোধ নেওয়ার অধিকার রাখি আমরা।

    রাশিয়ান কূটনৈতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানায়নি বুলগেরিয়া সরকার। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে রুশ অভিযানের জেরে বহিষ্কার হয়ে থাকতে পারেন তারা। বুলগেরিয়া রোমানিয়া, সার্বিয়া, গ্রিস এবং এশিয়ার তুরস্কের সীমান্তবর্তী দেশ।

    প্রকাশিত: শুক্রবার ১৮ মার্চ ২০২২