• সর্বশেষ আপডেট

    রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফে ওরসে রাহাতিয়া সম্পন্ন!!

      


    চট্টগ্রামের ঐতিয্যবাহি রাহাতিয়া দরবার শরীফে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দরবারের সকল হযরাতে কিরাম (রা) স্মরণে গত ১২ ডিসেম্বর আঞ্জুমানে শায়দা-এ-মুস্তফা বাংলাদেশের উদ্যোগে ওরসে রাহাতিয়া সম্পন্ন হয়েছে।

     এতে সদারত করেন- দরবারের গদীনশীন, পীরে কামেল তাজুস সুফিয়া আল্লামা সৈয়দ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মা) আখেরী মুনাজাত পরিচালনা  করেন- পীরে তরীক্বত আল্লামা সৈয়দ আবু নওশাদ নঈমী আশরাফী (মা) 
    ৷ 


    দিনব্যাপী নানান কর্মসূচী মধ্যে প্রথম অধিবেশনে ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান, ফ্রী চিকিৎসা সেবা, ফ্রী খৎনা, ফ্রী মেডিসিন বিতরণ, ফ্রী ডায়বেটিস পরীক্ষা, শীতার্থ গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
      

     দ্বিতীয় অধিবেশনে বাদে মাগরিব হতে  আযীমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলেদেন- এসো নূরের পথে ইসলামি প্রতিযোগিতার পরিচালক- শাহজাদা মাওলানা সৈয়দ মোস্তফা কাউসার নঈমী।
     


     এসময় উপস্থিত ছিলেন, মাস্টার মোসলেম উদ্দীন,মাস্টার নাজের উদ্দীন,মাস্টার হারুনুর রশিদ, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান, আকতার হোসেন, মাওলানা  সৈয়দ মুনিরুদ্দোজা নঈমী,  শাহজাদা সৈয়দ মোরশেদ নঈমী, ওমান রাঙ্গুনিয়া পরিষদের ভাইস-চেয়ারম্যান- মাওলানা নাছের হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক, সাহাব উদ্দীন, মাওলানা রেজাউল করিম নঈমী, মাওলানা নুরুল  আমিন, মাওলানা সৈয়দ তৌহিদুল আলম কাদেরী, মাওলানা মুহাম্মদ ইদরিস কাদেরী, ডা: এনামুল হক, আহমদ উল্লাহ, মাওলানা বেলাল উদ্দীন, নিজাম উদ্দিন মির বিভাগীয় চেয়ারম্যান। ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন চট্রগ্রাম। নুর মুহাম্মদ, সাংবাধিক এম এ  মেহেদি।
     

    বাদে মাগরিব- মিলাদ মাহফিলে - প্রধান মেহমান ছিলেন- উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল আজিজ আনোয়ারী, এসময় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তকরির পেশ করেন মাওলানা মুহিউদ্দীন আহমদ রেজা খান,মাওলানা ওয়াহিদুর রহমান কাদেরী,  মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী, মুফতি আবুল কাসেম তাহেরী, মাওলানা সৈয়দ মাসরুফ কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, মাওলানা কাজী রাহাতুল মোস্তফা কাদেরী, মাওলানা মোসলেহ উদ্দীন জাবেদ, মাওলানা গিয়াস উদ্দীন কাদেরী প্রমুখ।


    ওরসে আরো উপস্থিত ছিলেন- ডা: রবিউল হোসেন, ডা: সুলতান মাহমুদ (রাজু), ডা: নাছের উদ্দীন, ডা: নঈম উদ্দীন, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন মদিনা মোনাওয়ারা শাখার সেক্রেটারী, সৈয়দ গিয়াস উদ্দীন, জনাব মুহাম্মদ আবদুল জববার, মেম্বার মুহাম্মদ ইসাঈল হোসেন, জনাব মুহাম্মদ আলম প্রমুখ উল্লেখ্য ফ্রী খৎনা কার্যক্রমে সম্পূর্ন বদান্যতা করায় বিশিষ্ঠ চিকিৎসক ডা: এস. এম. কাউসারের প্রতি দরবারের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ওরসে রাহাতিয়ার সার্বিক কার্যক্রম সফল হওয়ায়- দরবারের পক্ষ হতে শাহজাদা সৈয়দ গোলাম রসুল নঈমী এবং আঞ্জুমানে শায়াদা-এ-মুস্তফা বাংলাদেশের মহাসচিব, মুহাম্মদ জাহাঙ্গীর আলম নঈমী, মুহাম্মদ সাদ্দাম হোসাইন নঈমী, শেখ তারেকুল ইসলাম প্রমুখ।

    প্রকাশিত: মঙ্গলবার  ১৪ ডিসেম্বর ২০২১