• সর্বশেষ আপডেট

    পার্কভিউ হসপিটালে মেমোগ্রাফি নিয়ে সেমিনার অনুষ্ঠিত।

      


    চট্টগ্রাম নগরীর  পার্কভিউ হসপিটালে মেমোগ্রাফি নিয়ে এক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর পার্কভিউ হসপিটালের সেমিনার কক্ষে এই  মেমোগ্রাফি সেমিনার অনুষ্ঠিত হয়।

    পার্কভিউ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড এই মেমোগ্রাফি সেমিনারের আয়োজন করেন।
      

    সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শেফাতুজ্জাহান, ডাক্তার নাজমা মাহবুব এবং ডাক্তার উম্মে হানি। 

    অনুষ্ঠিত সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত  ছিলেন, পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক  ডাক্তার এটিএম রেজাউল করিম এবং মডারেটর ছিলেন পার্কভিউ হসপিটালের ডাইরেক্টর  ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম।

    উক্ত সেমিনারে প্যানেল অফ এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার খন্দকার এ কে আজাদ, প্রফেসর ডাক্তার আনোয়ারুল হক, প্রফেসর ডাক্তার এম আর খান।

    আয়োজিত  সেমিনারে স্তন ক্যান্সার নিয়ে নানা দিক তুলে ধরেন এবং এর থেকে মুক্ত হতে নানা পরামর্শ দেন আগত ডাক্তারগণ।

     সেমিনারে আগত অতিথি ডাক্তারগণ বলেন , প্রত্যেক ডাক্তার একজন আরেকজনের সহায়তা নিয়ে রোগী দেখলে খুব সহজেই রোগীরা রোগ হতে মুক্ত হতে পারবেন।

    উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড এ নতুন করে যুক্ত হয়েছে 3D Mammography Machine এবং আজ এর উদ্বোধন করা হয়েছে। সেমিনারে প্রশ্নোত্তর পর্বে এক্সপার্টরা অতিথি ডাকারদের প্রশ্নের মনমুগ্ধকর  উত্তর দেন। 

    এই সেমিনারে প্রায় 150 জন কনসালটেন্ট ও পার্কভিউ হসপিটাল এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

    প্রকাশিত: মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১