• সদ্যপ্রাপ্ত সংবাদ

    সব হারাচ্ছেন মেয়র জাহাঙ্গীর আলম

     

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তি করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে আওয়ামী লীগ। দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    জানা গেছে, এই অপরাধে মেয়র জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করার কথা ভাবা হচ্ছে। একই সঙ্গে মেয়রের পদ থেকে তাঁকে সরানোর জন্যও আইনি পথ খুঁজছে আওয়ামী লীগ। দলটির একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের মীমাংসিত ইস্যু নিয়ে জাহাঙ্গীর আলম বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর এমন বক্তব্য দলীয় ও মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী। এ কারণে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারকেরা একমত। তাই অলৌকিক কিছু না ঘটলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। একই সঙ্গে তিনি মেয়র পদও হারাতে পারেন।

    গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, ‘আমাদের বঙ্গবন্ধু ৩০ লাখ (মুক্তিযোদ্ধা) মারাইছে। ৬৪ জেলায় ৪৫ হাজার করে মরেছে প্রতি জেলায়। তাঁর স্বার্থ উদ্ধার করে নিয়েছে।’ এই ভিডিও প্রকাশের পর জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার ও পদ থেকে অপসারণের দাবিতে আন্দোলন করেন গাজীপুর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

    এ ঘটনার পর ৩ অক্টোবর জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। সেখানে ১৫ কার্যদিবসের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়। জাহাঙ্গীর নোটিশের জবাবও দিয়েছেন।

    নোটিশের জবাব নিয়ে ২২ অক্টোবর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত মনোনয়ন বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তাঁর শোকজের জবাব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাঁর জবাব আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। অনেকটা দায়সারা মনে হয়েছে। সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন। একই সঙ্গে মেয়র পদটি নিয়েও ভাবা হচ্ছে।’ চিঠির জবাবের বিষয়ে তিনি বলেন, ‘জাহাঙ্গীর চিঠিতে দাবি করেছেন, তাঁর বক্তব্যগুলো জোড়াতালি দেওয়া হয়েছে। শেষে তিনি ক্ষমা চেয়েছেন।’

    বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে মেয়র জাহাঙ্গীরের বিতর্কিত বক্তব্যকে শুধু দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনা করছে না আওয়ামী লীগ। দেশের বিদ্যমান আইনে এটাকে অপরাধ হিসেবেই দেখছে তারা।


    আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটি আমি কয়েকবার শুনেছি। সেটা শুনে আমার কাছে জোড়াতালি মনে হয়নি। আর এখন বক্তব্য আসল না নকল সেটা ধরারও নানা প্রযুক্তি রয়েছে। সেই মাধ্যমেও নিশ্চিত হয়েছি আমরা। সেটা জাহাঙ্গীরেরই বলে আমরা বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়েছি।’


    আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সদস্য বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনেক অভিযোগ জমা হয়েছে। সেগুলো নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামেও আলোচনা হয়েছে। এ ছাড়া গত বছরের মাঝামাঝি গাজীপুর সিটি করপোরেশনের একজন প্রকৌশলী খুন হন। সেটি নিয়েও নানা আলোচনা রয়েছে। তিনি বলেন, ‘সে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে যে ঔদ্ধত্য দেখিয়েছে, সেটা ক্ষমার অযোগ্য।


    প্রকাশিত: মঙ্গলবার  ০২ নভেম্বর ২০২১