Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, আলোচনাও নয়: আমীর খসরু

    


  বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচন করবে না, এমনকি কোনও আলোচনাতেও যাবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এর আগেও আলোচনা করেছি কোনও লাভ হয়নি।’

  মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামে একটি সংগঠনের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

  আমীর খসরু বলেন, ‘বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে, আলোচনাতেও যাবে। এই অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে এবং বিএনপি যে ডাক দিয়েছে, সেই ডাকে সাড়া দিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

  এসময় সম্প্রতি দেশে ‘সাম্প্রদায়িক হামলা’ প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। ‘বিএনপি কখনও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি’ দাবি করে তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুঃখের বিষয়; দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে আলোচনা করা মানে এদেশের রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থার মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আর এই সমস্যার পেছনে দায়ী হলো আওয়ামী লীগ।’

  তিনি অভিযোগ করে বলেন, ‘মানুষের ধর্ম-কর্ম করার অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষের সর্বস্থরের অধিকার তারা কেড়ে নিয়েছে। এরা যা বলে, কাজ করে তার উল্টো। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে যেভাবে হিন্দুদের পূজা ভণ্ডুল করে দিয়েছে; তাতে বিশ্বে কাছে আমাদের মাথা নিচু হয়ে গেছে।

  বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা নাগরিকের অধিকার দিয়েছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘সেটা (অধিকার) জাতীয়বাদী দল বিশ্বাস করে। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সসম্প্রীতি নষ্ট হতে দেবো না। বিএনপি কখনো এই অধিকার নষ্ট হতে দেয়নি।’

  জহির উদ্দিন রাসলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সংগঠনটির উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপনসহ আরও অনেকে।

  প্রকাশিত: মঙ্গলবার ০২ সেপ্টেম্বর ২০২১

  Post Top Ad

  Post Bottom Ad