• সর্বশেষ আপডেট

    ‘ভারত পার পেয়ে গেলেও ঝামেলায় বাংলাদেশ’

      


    যুক্তরাজ্য ভ্রমণের রেড লিস্টে ভারত ও বাংলাদেশ দুই দেশই ছিল। কিন্তু দিল্লি পার পেয়ে গেলেও ওই তালিকায় এখনও রয়েছে ঢাকা। যুক্তরাজ্য কেন এখনও বাংলাদেশকে রেড লিস্টে রেখেছে সেই প্রশ্ন ব্রিটিশদের করার জন্য সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি ভালো, কিন্তু তারা পার পেয়ে গেছে। আমরা ঝামেলায় আছি।’

    তিনি বলেন, ‘আফগানিস্তান থেকে শরণার্থী নিচ্ছে যুক্তরাজ্য। তাদের টিকা দেওয়া নাই। তাদের বেলায় সমস্যা হয় না কিন্তু আমাদের ডাবল ডোজ নিতে হবে।’

    তিনি বলেন, ‘আমি বিষয়টি (যুক্তরাজ্য সফরকালে) উত্থাপন করেছিলাম। অন্য লোক নেওয়ার সময় কোনও খেয়াল নাই আর আমাদের নিতে গেলে ১২টা বাজাও।’

    মন্ত্রী বলেন, ‘আমাদের ডাবল ডোজ টিকা নিয়ে যেতে হবে। সিনোফার্মা নিলেও হবে না। সেখানে মডার্না বা ফাইজার নিতে হবে। কী ঢং দেখেন! খুব দুঃখজনক।’


    প্রকাশিত: বৃহস্পতিবার ০৯ সেপ্টেম্বর, ২০২১