• সর্বশেষ আপডেট

    এসএমএস জটিলটা এড়াতে ভ্যাকসিনেশন সেন্টারে বুথ বাড়ানোর নির্দেশ

      

    দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে। ভ্যাকসিন নিতে আগ্রহীদের অনেকেই সময় মতো এসএমএস না পাওয়ার অভিযোগ করছেন। আর তাই দেখা দিচ্ছে নানা রকমের বিভ্রান্তি। এমন অবস্থায় দেশে গণটিকা কর্মসূচি জোরদার করতে ভ্যাকসিনেশন সেন্টারে বুথ বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরই মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

    রোববার (২২ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে এমন নির্দেশনার কথা জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

    অধ্যাপক ফ্লোরা বলেন, ‘নিবন্ধন করেও অনেকে ভ্যাকসিন পাচ্ছেন না। ভ্যাকসিনের জট খুলতে কেন্দ্রগুলোতে বুথ বাড়ানো এবং প্রয়োজনে সাবসেন্টার করার নির্দেশনা থেকে দেওয়া হয়েছে। যারা নিবন্ধন করেছেন তারা সবাই
    ভ্যাকসিন পাবেন। দয়া করে এসএমএস না এলে কেউ ভ্যাকসিনেশন সেন্টারে যাবেন না।’

    তিনি বলেন, ‘সুরক্ষায় নিবন্ধন করে অনেকেই এখনও ভ্যাকসিন নিতে অপেক্ষমাণ রয়েছেন। অনেকেই ভ্যাকসিন গ্রহণের জন্য এসএমএস পাচ্ছেন। তাদের দ্রুত সময়ে ভ্যাকসিন নিশ্চিতে বুথ সংখ্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে সব কেন্দ্রে।’

    তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন পেতে সবাইকেই কম-বেশি অপেক্ষা করতে হবে। আশা করি দ্রুত সময়ের মধ্যে অবস্থার পরিবর্তন হবে। তবে করোনা নিয়ন্ত্রণে আমাদের প্রস্তুতির জায়গা থেকে এখনই সরে যাচ্ছি না। কারণ দেশে এখনও শনাক্তের হার ১৬ শতাংশের বেশি। কোভিড, নন-কোভিড সবাইকেই সমান গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

    এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদসহ অন্যান্য কর্মকর্তারা।

    প্রকাশিত: রবিবার ২২ আগস্ট, ২০২১