• সর্বশেষ আপডেট

    মডার্নার প্রথম ডোজ বন্ধ হচ্ছে ১২ আগস্ট

      


    করোনাভাইরাসের টিকা মডার্নার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ১২ আগস্ট থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ হবে। সেই সঙ্গে এ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

    আজ মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত দেশব্যাপী চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম বিষয়ক অতীব জরুরি দিকনির্দেশনাসমূহ বাস্তবায়ন প্রসঙ্গে চিঠিতে বলা এ কথা বলা হয়।


    তবে যেসকল স্থানে (টিকাদান কেন্দ্র) এ টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে। চাহিদা মোতাবেক সারাদেশে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন শীঘ্রই পাঠানো হবে বলেও চিঠিতে বলা হয়।

    চিঠিতে আরও বলা হয়, আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে।

    যথাযথ পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে এ দিকনির্দেশণা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে বলেও জানানো হয় চিঠিতে।

    প্রকাশিত: মঙ্গলবার ১০ আগস্ট, ২০২১