• সর্বশেষ আপডেট

    কোম্পানীগঞ্জে কাদের মির্জার দুই অনুসারী গ্রেফতার

       


    মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি - নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে চলমান দ্বন্ধের জের ধরে পৌরসভার মেয়র কাদের মির্জার দুই অনুসারী মুছাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন খান সাব ওরফে লাইভ খান্না (৪২) ও একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত নূর নবী কমান্ডারের ছেলে এমরাদ হোসেন শিপন (৩৬) গ্রেফতার করেছে নোয়াখালী গোয়েন্দা পুলিশ(ডিবি)। 

    মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, সোমবার দিবাগত রাত ২টার দিকে কাদের মির্জার অনুসারী খান সাবকে বসুরহাট পৌরসভা থেকে ও শিপনকে বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে বিশ্রী ভাষায় কাদের মির্জার প্রতিপক্ষদের নিয়ে বিভিন্ন উস্কানিম‚লক বক্তব্য রাখার অভিযোগ রয়েছে। এমরাদ হোসেন শিপন (৩৬) বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। 

    পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 
    কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত দুই আসামিকে সোমবার দিবাগত রাতে নোয়াখালী পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে রাতেই ডিবি পুলিশ তাদেরেক কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করে। দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

    উল্লেখ্য, এর আগে সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের শাহ আলমের চা দোকানে কাদের মির্জার চার অনুসারীর ওপর হামলা চালায় মুখোশধারী দুর্বৃত্তরা। আহত ব্যক্তিদের অভিযোগ, হামলাকারীরা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান বাদলের অনুসারী। এ অভিযোগে সোমবার দিবাগত রাতে কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের দুই অনুসারীকে গ্রেফতার করে পুলিশ। 

    গ্রেফতারকৃতরা হলো, চর ফকিরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত সেলিম উল্যাহ বাবুর ছেলে সোহাগ (৩৫) একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রফিক উল্যার ছেলে নজরুল ইসলাম মানিক (৩৪)। মঙ্গলবার দুপুরে তাদেরকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। 

    প্রকাশিত: মঙ্গলবার ১০ আগস্ট, ২০২১