Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ফের ডিপজলের চোখে অস্ত্রোপচার

  দ্বিতীয়বারের মতো চোখের সমস্যায় ভুগছিলেন ঢালিউডের শক্তিমান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এ জন্য ফের তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে।
  সোমবার (০৯ আগস্ট) সকালে ডিপজলের ডান চোখে অস্ত্রোপচার হয়েছে বলে জানান এই অভিনেতা নিজেই।  

  ডিপজল বলেন, ‘আমার ডান চোখে অপারেশন করে লেন্স পরানো হয়েছে। সব কিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ’

  এই অভিনেতা জানান, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘বাংলাদেশ আই কেয়ার হসপিটাল’-এ তার চোখের অপারেশন করা হয়। এর আগে তার বাম চোখেও লেন্স পরানো হয়েছিল।  

  অভিনয়ের বাইরে প্রযোজক হিসেবেও বেশ পরিচিত ডিপজল। চলতি বছর শুরুর দিকে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। ঘোষণার পর ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’র কাজ শেষ হয়েছে। শিগগিরই অন্যান্য সিনেমার কাজ শেষ করবেন এই অভিনেতা।


  প্রকাশিত:সোমবার ০৯ আগস্ট, ২০২১

  Post Top Ad

  Post Bottom Ad