Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  করোনা প্রতিরোধে আকবরশাহ থানা অনলাইন সোসাইটির মাস্ক বিতরণ  করোনা ভাইরাস প্রতিরোধে আকবরশাহ থানা অনলাইন সোসাইটির উদ্যোগে ও সামাজিক সংগঠন "সার্ভ ফর স্মাইল" এর সহোযোগীতায় সোমবার(৩০ নভেম্বর) কর্নেল হাটস্থ কাট্টলী  নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে মাস্ক বিতরণী কর্মসূচি পালন করে তারা।


  কর্মসূচির বিষয়ে আকবরশাহ থানা অনলাইন সোসাইটির এডমিন জাফর ইকবাল জনি বলেন সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এক হাজার মাস্ক বিতরনের উদ্যোগ নিয়েছি।আমাদের দাবি,যে স্বাস্থ্যবিধি রয়েছে ও মাস্ক ব্যবহারের আইন রয়েছে তা কঠোর ভাবে বাস্তবায়ন করা উচিৎ।তিনি উপস্থিত সকল সেচ্ছাসেবীদের ধন্যবাদ  জানিয়ে বলেছেন যারা করোনা প্রতিরোদে জনগনকে সচেতন করতে এ কর্মসূচিতে অংশ গ্রহন করেছেন সকলকে আকবরশাহ থানা অনলাইন সোসাইটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ।


  এছাড়াও সচেতন মূলক স্লোগান লিখিত টিশার্ট জনসাধারনের মাঝে বিতরন করা হয়েছে উক্ত কর্মসূচিতে।

  উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ভ ফর স্মাইল এর সেক্রেটারী লায়ন ডাক্তার মেসবাহ উদ্দীন তুহিন ও ট্রেজারার সাইফুল ইসলাম এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগাম আকবরশাহ থানার এস আই মো.আশহাদোল ইসলাম।


  প্রকাশিত: মঙ্গলবার, ০১ ডিসেমবার, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad