• সর্বশেষ আপডেট

    সীতাকুণ্ডে নৌকার মাঝি মুক্তিযোদ্ধা বদি, ধানে মুক্তিযোদ্ধা মুনছুর


    নিজস্ব প্রতিবেদক,সীতাকুণ্ডঃ  সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে দলীয় প্রতিকে নির্বাচন করার সিদ্ধান্তে প্রার্থী নির্ধারন করেছে বড় দুই দল

     এতে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে নির্ধারীত হয়েছেন বর্তমান মেয়র বীর
    মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম এবং ধানের শীষ প্রতিকের বিএনপি প্রার্থী বীর  মুক্তিযোদ্ধা আবুল মুনছুর।

    নির্বাচনী তফসিল ঘোষনার পর থেকে মাঠে একাধিক প্রার্থীর বিচরন রোধে দলীয় শৃংখলা রক্ষায় প্রার্থী নির্ধারনে সিদ্ধান্তে পৌছে হাইকমান্ড। আর দলীয় সিদ্ধান্ত অনুসারে দলীয় প্রার্থী হয়ে
    মনোনয়নপত্র সংগ্রহ করে ধান ও নৌকার দুই প্রার্থী।

    এদিকে, দলীয় মেয়র প্রার্থী নির্ধারীত হওয়ায় দলের ভেতর শৃংখলা ফিরে আসায় সীদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেতা-কর্মী ও সমর্থকরা। তারা বলেন, দলের সীদ্ধান্ত ছুড়ান্ত। যথাযোগ্য প্রার্থী নির্ধারীত হওয়ায় ক্ষীন হয়ে পড়েছে বিদ্রোহী প্রার্থীর সম্ভবনা।

    তবে জাতীর সূর্য সন্তানরা দলের মনোনয়ন পাওয়ায় দেশে আবারো গনতন্ত্র প্রতিষ্ঠার নতুন দুয়ার উম্মোচিত হল বলে জানান তারা। স্বাধীনতার সংগ্রাম অক্ষুন্ন রাখতে একক প্রার্থীর সিদ্ধান্ত নিয়েছেন দল। আর এর মাধ্যমে দলীয় শৃংখলা আরো শক্ত ও মজবুত হয়েছে বলে মনে করেন নৌকার মাঝি বদিউল আলম। একইভাবে স্বাধীনতা ও গনতন্ত্রের প্রতি অঘাত বিশ্বাস আছে বলে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। দেশে যদি সত্যিকার অর্থে গনতন্ত্র থাকে তাহলে বিজয় ছিনিয়ে নেয়ার কারো সাধ্য নেয় বলে জানান ধানের প্রার্থী আবুল মুনচুর।

    প্রকাশিত: মঙ্গলবার, ০১ ডিসেমম্বর, ২০২০