• সর্বশেষ আপডেট

    মাদকাসক্ত পুলিশ সদস্যদের সনাক্তে ডোপ টেস্ট করা হচ্ছে।


    মাদকাসক্ত পুলিশ সদস্যদের চিহ্নিত করতে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বিভিন্ন ইউনিট ও বিভাগের সন্দেহভাজন পুলিশ সদস্যদের ‘ডোপ টেস্ট’ করা হচ্ছে। এরই মধ্যে সাতজন পুলিশ সদস্য মাদকাসক্ত হওয়ার প্রমাণ পেয়েছে সিএমপি সদর দপ্তর।

    মঙ্গলবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে পুলিশ পেট্রোল কার কার্যক্রমের উদ্বোধন শেষে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ কথা জানিয়েছেন।

    তিনি জানান, চট্টগ্রাম মহানগর পুলিশের মাদকাসক্ত সদস্যদের চিহ্নিত করতে নিয়মিত ডোপ টেস্ট করা হচ্ছে। ইতোমধ্যে ডোপ টেস্টে পজিটিভ সাত পুলিশ সদস্যকে বিভাগীয় মামলার আওতায় নিয়ে আসা হয়েছে।

    তিনি বলেন, মাদকাসক্তদের চিহ্নিত করতে এই ধরনের টেস্ট ভবিষ্যতেও চলমান থাকবে।

    চট্টগ্রাম নগর পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভাগে চিঠি দিয়ে সন্দেহভাজন মাদকাসক্ত সদস্যদের তালিকা করতে বলা হয়েছে। এখন পর্যন্ত যেসব ইউনিট ও বিভাগের কাছ থেকে তালিকা মিলেছে, সেগুলো যাচাই-বাছাই করে সম্ভাব্য সন্দেহভাজন একটি তালিকা তৈরি করা হয়েছে। পরবর্তী ধাপে এসব সন্দেহভাজনকে ডেকে এনে তারা সত্যিই মাদকাসক্ত কিনা সেজন্য ডোপ টেস্ট করানো হচ্ছে।


    প্রকাশিত: বুধবার, ০২ ডিসেমম্বর, ২০২০