• সর্বশেষ আপডেট

    বুকের রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাষ্কর্য স্থাপন করা হবে


    বুকের রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাষ্কর্য যথাসময়ে যথা নিয়মে স্থাপন করা হবে; বললেন বঙ্গুবন্ধুর ভাষ্কর্য বাস্তবায়ন পরিষদের আহবায়ক আওলাদ হোসেন।

    ১৭৮ সদস্যের বঙ্গুবন্ধুর ভাষ্কর্য বাস্তবায়ন পরিষদ গঠনের পর এ কথা বলেন তিনি। ভাষ্কর্যের নামে মুক্তিযুদ্ধের বিরোধীতা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি জেলায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য করতে হবে।

    এদিকে,  ভাস্কর্য ইস্যুতে ইসলামের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে শনিবার ফতোয়া দেবেন কওমি আলেমরা। ভার্স্কয ইস্যুতে সিদ্ধান্ত নিতে কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হাইয়্যাতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশর চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে শনিবার রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় বৈঠকে বসছেন বেশ কয়েকজন হেফাজত নেতা ও  কওমি আলেমরা। বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্তের পর তা সরকারকেও জানাতে চান তারা।

    বৈঠকে আমন্ত্রণপ্রাপ্তরা বলছেন, ভাস্কর্য ইস্যুর পাশাপাশি আরো কিছু বিষয়ে প্রস্তাবনা রাখবেন তারা।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ ডিসেমম্বর, ২০২০