• সর্বশেষ আপডেট

    আগামীকাল ও রোববার চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না


    চট্টগ্রাম নগরীর পাহাড়তলী-খুলশী এলাকা এবং হাটহাজারী উপজেলার বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এবং রোববার (৬ ডিসেম্বর)  অনেক সময়জুড়ে বিদ্যুৎ সরবরাহ থাকবে না।

    জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়েছে।

    বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
    সকাল ৭টা থেকে বিকেল ৪টা
    বিক্রয় ও বিতরণ বিভাগ—পাহাড়তলী
    পাহাড়তলী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের পাহাড়তলী-খুলশী এইচ/১০ (আংশিক) লাকী হোটেল, হাজী ক্যাম্প ও আশেপাশের এলাকা।

    বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
    সকাল ৮টা থেকে বিকেল ৪টা
    বিক্রয় ও বিতরণ বিভাগ—হাটহাজারী
    হাটহাজারী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের উন্নয়ন কাজের জন্য উপকেন্দ্রের ফিডার নং এইচ/১, এইচ/২, এইচ/৪ ও এইচ/৫ এর অধীন ফটিকা, আলীপুর, দেওয়াননগর, ফতেপুর, জোবরা, ইসলামিয়া হাট, ১১ মাইল, কলেজ গেইট, মদনহাট, মীরের হাট, আলাওল দিঘি ও আশেপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ বন্ধ থাকবে।

    রোববার, ৬ ডিসেম্বর ২০২০
    সকাল ৭টা থেকে বিকেল ৪টা
    বিক্রয় ও বিতরণ বিভাগ—পাহাড়তলী
    পাহাড়তলী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের পাহাড়তলী-খুলশী এইচ/১০ (আংশিক) সিগন্যাল কলোনি, পাহাড়তলী রেল গেইট ও আশেপাশের এলাকা।

    গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

    প্রকাশিত: বুধবার, ০২ ডিসেমম্বর, ২০২০