Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  শ্রীপুরে কাভার্ড ভ্যান চাপায় নিহত এক! আহত তিন! ড্রাইভার আটক।


  মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর ( আর এ কে সিরামিক্স সংলগ্ন) এলাকায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যান চাপায় রিক্সার চালক নিহত, আরহী  তিনজন আহত ! 

  বৃহস্পতিবার ( ১অক্টোবর) দুপুর একটার সময় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানের চাপায় নিহতের নাম মোঃ কাজল মিয়া, গ্রামঃ নাঙ্গলপুর, থানাঃগৌরীপুর ময়মনসিংহ। আহতদের  কারো পরিচয় জানাযায়নি।
  কাভার্ড ভ্যানের ড্রাইভার কে আটক করে পুলিশের হাতে তুলেদেয় জনতা। 

  প্রত্যক্ষদর্শী কনক জানান, তিন জন আরহী নিয়ে প্যাডেল রিক্সা  যাচ্ছিলো। হঠাৎ বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি আরহী সহ রিক্সাটিকে চাপাদেয় এতে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন ও তিনজন আহত হন।আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
  পরে মাওনা হাইওয়ে পুলিশ এসে নিহতের লাশ নিয়ে যায়।

  প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ অক্টোবার, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad