গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ!
মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুর সদর বোর্ড বাজার সংলগ্ন এলাকায় ব্যান্ডো ফ্যাশন্স লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
১ অক্টোবর (বুধবার) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রমিকদের অবরোধে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কারখানার শ্রমিকরা জানায়, করোনা সংক্রমণের কারণে আন্তর্জাতিক বাজারের ক্রেতারা ব্যান্ডো ফ্যাশন্স লিমিটেড কারখানার অর্ডার বাতিল ও স্থগিত করায় গত ১১ আগস্ট থেকে কারখানাটি বন্ধ রয়েছে।
বুধবার কারখানার শ্রমিকদের বিভিন্ন পাওনা সকল প্রকার বকেয়া বেতন, ভাতা পরিশোধের কথা ছিলো। দুপুর পর্যন্ত কয়েকশ শ্রমিক তাদের বকেয়াপাওনার জন্য অপেক্ষা করে তা না পেয়ে বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বিকাল ৩টার দিকে পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী চরম দূর্ভোগে পড়েন।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। তারপরও শ্রমিকরা সড়ক অবরোধ ও আন্দোলন অব্যাহত রাখে।
এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে শ্রমিকদের বুঝিয়ে এবং কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতনভাতা পরিশোধের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেয়। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।