• সর্বশেষ আপডেট

    কুয়াকাটায় জলবায়ু সহনশীল নগরী-শীর্ষকপ্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

     

    রাসেল কবির মুরাদঃ কুয়াকাটায় সামাজিক উন্নয়ন সংস্থা বাদাবন সংঘ "আয়োজিত জলবায়ু সহনশীল নগরী শীর্ষক প্রকল্পের অবহিত করণ সভাঅনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুই দিনব্যাপী হোটেল বনানী প্যালেস-এরহলরুমে এ সভা শুরু হয়। বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান এর স্বাগত বক্তব্যেরমাধ্যমে সভায় প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়াকাটাপৌরমেয়র আ: বারেক মোল্লা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিতছিলেন কুযাকাটা পৌরসভার প্রকৌশলী সাজেদুল আলম ১নংওযার্ড কুয়াকাটা পৌর কাউন্সিলর মো: হাবিব শরিফ, ৭নং ওযার্ডকাউন্সিলর তোফায়েল আহমেদ তপু। আরো উপস্থিত ছিলেন কুয়াকাটাপৌরসভার বিভিন্ন ওযার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।প্রধানঅতিথির বক্তব্যে কুয়াকাটা পৌরমেযর আব্দুল বারে মোল্লাবলেন, কুযাকাটা পৌরসভার পক্ষ থেকে প্রকল্পের সাফল্য কামনা ওযেকোনো সময সব ধরনের সার্বিক সহযোগিতা প্রদানেরআশ্বাস প্রদান করেন এবং প্রকল্পের নির্বাহী পরিচালককে উক্তপ্রোগ্রামের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।সামাজিক সংস্থা বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমানতার বক্তব্যে বলেন, সংস্থার সকল কার্যক্রম ও জলবাযু সহনশীল নগরীপ্রকল্পটি সম্পর্কে   উপস্থিত সকলকে অবহিত করেন তিনি আরোবলেন, জলবাযু সহনশীল নগরী গড়ে তোলার জন্য স্থানীয় পৌরসভাসহসকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, তাহলেই কেবল কুযাকাটাকেউন্নযনশীল, টেকসই ও বাস্তসম্মত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভবএবং তিনি সংস্থার পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা জানান।সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন বাদাবন সংঘের প্রোগ্রাম ম্যানেজার শাযলা আক্তার


    প্রকাশিত:মঙ্গবার, ৬ অক্টোবর, ২০২০