• সর্বশেষ আপডেট

    ময়মনসিংহের নান্দাইলে বিএমএসএফের সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত

    মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখার এক সভা বৃহস্পতিবার ১৩ আগষ্ট বেলা ১১ টায় নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে বিএমএসফের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফজলুল হক ভুইয়া, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবে সাধারন সম্পাদক দৈনিক ইত্তেফাক সাংবাদিক শাহ আলম ভুইয়া। হাজী রফিকুল ইসলাম খোকন (মানব জমিন) এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম বুলবুল (দৈনিক আলোকিত বাংলাদেশ)আবুল কালাম আজাদ,নান্দাইল টাইমস, জহিরুল ইসলাম লিটন(বাংলাদেশ সমাছার)মিন্টু মিয়া (যমুনা প্রতিদিন)  বিএমএসএফ নান্দাইল শাখার সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায উপস্থিত ছিলেন এসএ রুহুল আমিন,(মুক্ত খবর,নতুন সময় টিভি) মোঃ আমিনুল ইসলাম আশিক (দৈনিক তৃতীয় মাত্রা ও আলোকিত সকাল) রিপন চন্দ্র বর্মণ (দৈনিক স্বজন) আসাদুল ইসলাম ফরহাদ (বিডি চ্যানেল ফোর) সার্জেন্ট (অবঃ) আকরাম হোসেন(বাংলাদেশ দর্পন) মোঃ জিন্নাতুল ইসলাম মিলন(দৈনিক শাশ্বত বাংলা) দেলোযার হোসেন মোশারফ(অন নিউজ ২৪ডট কম) মেহেদী হাসান শুভ(আমাদের নান্দাইল) আসাদুুজ্জামান  আসাদ(জেবিটিভি) প্রমুখ নেতৃবৃন্দ।
    সভায় বক্তাগণ বিএমএসএফ কতৃক ১৪ দফা দাবীসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের নিকট দাবী জানানো হয়।  সারা দেশে সাংবাদিকদের হামলা মামলা নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয সভায়।কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট নান্দাইল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

    কমিটির সভাপতি, মোঃ আবুল কালাম আজাদ,সহসভাপতি এইচ এম মিজান,সাধারন সম্পাদক এসএ রুহুল আমিন,সহ সাধারন সম্পাদক মিন্টু মিয়া,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশিক।

    প্রকাশিত: বৃহস্পতিবার ১৩, অগাস্ট ২০২০