• সর্বশেষ আপডেট

    নোয়াখালী বেগমগঞ্জে করোনা প্রতিরোধ কমিটির মত বিনিময়

    মোঃ ইব্রাহিম, নোয়াখালীঃ- করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করণের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ১২টায় বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার সামছুন নাহার এর সভাপতিত্বে উপজেলার ডিজিটাল মিলনায়তনে করোনা প্রতিরোধ কমিটির একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল হোসেন চৌধুরী, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বিনয় কিশোর রায়, তপন চন্দ্র মজুমদার, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সাংবাদিক তাজুল ইসলাম মানিক, আবেদ সাইফুল কালাম চেয়ারম্যান সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।
    সভায় বক্তাগণ বলেন, বেগমগঞ্জে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে কঠোর স্বাস্থ্য বিধি প্রয়োগ করতে ভ্রাম্যমান আদালতের কার্যকারিতা জোরদার করতে পারলে এ রোগ নিয়ন্ত্রণ করা অসম্ভব কিছু নয়। সভায় উপস্থিত সকল সংস্থার প্রতিনিধিদের ভূমিকা রাখার আহব্বান জানানো হয়। উল্লেখ্য, বেগমগঞ্জ উপজেলায় ৩২ জন স্বাস্থ্য কর্মীসহ ৮৪৩ জন করোনা রোগী সনাক্ত এবং ৬৭৭ জন সুস্থ হয়েছে। এছাড়াও ২৫ জন মৃত্যু বরণ করেছে বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাকে অবহিত করেন।

    প্রকাশিত: বৃহস্পতিবার ১৩, অগাস্ট ২০২০