• সর্বশেষ আপডেট

    দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ মাশরাফি


    গত ১৪ দিন আগে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। এতদিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। কিন্তু এখনো করোনা থেকে মুক্তি পাননি তিনি। 

    বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও করোনা পজিটিভ হয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক ও নড়াইল–২ আসনের সাংসদ মাশরাফি।

    গত সোমবার মাশরাফির নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার রেজাল্ট হাতে পান। প্রথমবারের মতো দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ হয়েছেন মাশরাফি। করোনামুক্ত না হলেও মাশরাফির শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো এবং করোনার কোনো উপসর্গ এখন তার শরীরে নেই। নিয়মিত খাওয়া দাওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন নড়াইল-২ আসরের সাংসদ। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর প্রেসক্রিপশনে মাশরাফির চিকিৎসা চলেছে।

    করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশ সক্রিয় ছিলেন মাশরাফি। তিনি তার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনে দুস্থ-অসহায়দের পাশে অর্থ সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।

    প্রকাশিত: শনিবার, ০৪ জুলাই, ২০২০