Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  " ইচ্ছে " জুবায়েদ মোস্তফা

  " ইচ্ছে "
  ✍️✍️জুবায়েদ মোস্তফা
  ---------------------------------------
  ইচ্ছে করে ফিরে যেতে প্রাণের ক্যাম্পাসের ধারে।
  ইচ্ছে করে হারিয়ে যেতে মধুমতি নদীর পাড়ে
  ইচ্ছে করে নীল গগণে মেলে দুটি ডানা ।
  মনের সাধে উড়ে বেড়ায়, নেই যে কারো মানা ।

  ইচ্ছে করে আপন খুশিতে
            ঘুড়ে বেড়ায় দিবা নিশিতে ।
  ইচ্ছে করে আপন মনে
               ছবি অঙ্কন করি খুব যতনে।

  ইচ্ছে করে জ্বালায়  আলো।
                 পরিত্রাণ পাক সকল মনের কালো।
  ইচ্ছে করে সাজায় মনের সকল কল্পনা
                 রং তুলির পেন্সিল আঁকব ভালবাসার আলপনা  ।
  ইচ্ছে করে দূর আকাশের রংধনুর মেলায়
                           মেতে উঠি  রঙের খেলায় ।

  লেখকঃ জুবায়েদ মোস্তফা
  শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ
  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  প্রকাশিত: শনিবার, ০৪ জুলাই, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad