• সর্বশেষ আপডেট

    নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে শিক্ষার্থী খুন



    মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ- ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাজগাতি ইউনিয়নে দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল ।  শনিবার( ৪ জুলাই) সকাল ১০ টার দিকে পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধলে প্রতিপক্ষের বল্লমের আঘাতে প্রাণ গেল ইতি আক্তার (২০) নামে এক শিক্ষার্থী।

    নিহত শিক্ষার্থী চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং সে রাজগাতী ইউনিয়নের বনাটি নয়াপাড়া গ্রামের শাহেদ ভূইয়ার কন্যা ইতি আক্তার। স্থানীয় ইউ পি সদস্য মাসুদ মিয়া জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল ছিল।

    শনিবার সকালে শাহেদ ভূইয়া ও তার ছেলে শহিদ মিয়া জমিতে বীজ তলা তৈরি করতে গেলে, লাল মিয়ার ছেলে দুলাল ও রিপন দেশীয় অস্ত্রশস্র নিয়ে তাদের উপর হামলা চালায়। মারামারি ফিরাতে গিয়ে বল্লমের আঘাতে শিক্ষার্থী ইতি আক্তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।


    এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।

    প্রকাশিত: শনিবার, ০৪ জুলাই, ২০২০