গাজীপুরে ফোম কারখানার গুদামে আগুন!
![]() |
গাজীপুরের
শ্রীপুরে তিন ঘন্টার চেষ্টায়
অরবিট ফোম কারখানার আগুন
নিয়ন্ত্রনে। |
মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের শ্রীপুরে ফোম কারখানার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। রােববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট পৌঁছেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি । আগুনের সুত্রপাত, হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি, গাজীপুরের শ্রীপুরে তিন ঘন্টার চেষ্টায় অরবিট ফোম কারখানার আগুন নিয়ন্ত্রনে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে অবস্থিত অরবিট ফোম কারখানায় বিকাল ৬ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষনিক সেখানে থাকা লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রথমে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। প্রবল বাতাস থাকায় মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং বিশাল আকার ধারন করে।
পরবর্তীতে গাজীপুর থেকে সন্ধায় ফায়ার সার্ভিসের আরও ৮ টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, ভেতরে কিছু শ্রমিক বের হতে না পারায় আটকে ছিলো। তখন ফায়ার সার্ভিসের সহযোগীতায় ভিন্ন কৌশলে তাদেরকে বের করে আনা হয়।
ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিস জানায়, তারা খবর পাওয়া সাথে সাথে অতি দ্রুত ঘটনাস্থলে পৌছান। এসেই আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে প্রবল বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে দেরি হয়েছে বলে তারা জানান।