Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  করোনায় ২৪ ঘন্টায় আরও ৪৪ মৃত্যু, নতুন শনাক্ত ৩২০১

  বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে বাংলাদেশে এই রোগে মোট ২,০৯৬ জনের মৃত্যু হলো।এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও ৩,২০১ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

  সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

  তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১৪ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ২০১ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৪৭ শতাংশ।

  গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৫ জন হাসপাতালে মারা গেছেন এবং বাড়িতে মারা গেছেন ৯ জন।

  আর এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৫২৪ জন। ফলে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়ালো ৭৬,১৪৯ জনে।

  গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

  প্রকাশিত: সোমবার, ০৬ জুলাই, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad