• সর্বশেষ আপডেট

    অবৈধভাবে প্রবেশের দায়ে ২৪৪ জন আটক

    হজ্জের নিধারিত স্থানগুলোতে অবৈধভাবে প্রবেশের দায়ে  ২৪৪ জন আটক,  বিশাল অংকের সৌদি রিয়াল জরিমানা।
    মোঃ ওমর ফারুক, সৌদি আরবঃ- হজ্জের নিধারিত স্থানগুলোতে অবৈধভাবে প্রবেশের দায়ে বিশাল অংকের সৌদি রিয়াল জরিমানা আদায় করা হয়েছে। এবং আটক করা হয়েছে ২৪৪ জনকে,   

    মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সীমিত পরিসরে পালিত হচ্ছে এবারের হজ্জ।
    সৌদি হজ্জ কতৃপক্ষ আগেই ঘোষণা করেছেন কোন ব্যাক্তি যদি হজ্জের নিদিষ্ট স্থানগুলোতে অবৈধভাবে প্রবেশ করে তবে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
    সৌদি হজ্জ কতৃপক্ষ হাজীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহন করেছেন।                                                 
    তার অংশ হিসাবে হজ্জের নিধারিত স্থানগুলোতে অবৈধভাবে প্রবেশের দায়ে গত এক সপ্তাহে২৪৪  জন ব্যক্তির কাছ থেকে বিশাল অংকের  হাজার সৌদি রিয়াল আদায় করা হয় বলে জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি,  এসপিএ।   

    সৌদি হজ্জ কতৃপক্ষ জানান হজ্জের নিধারিত স্থানগুলো, মক্কা,:  মীনা, মুজদালিফা,  আরাফাতে বিনা অনুমতিতে প্রবেশ করলেই ১০ হাজার রিয়াল জরিমানা। কোন ব্যাক্তি যদি একই অপরাধ দ্বিতীয় বার করে তাকে দ্বিগুন জরিমানা করা হবে।

    সৌদি হজ্জকতৃপক্ষ বলেন এ-র পরেও ওই ব্যক্তিগুলো অনুমতি ছাড়া হজ্জের নিধারিত স্থানগুলোতে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে এবং তাদের কাছ থেকে এ-ই বিপুল অংকের সৌদি রিয়াল জরিমানা করা হয়।

    সূত্র আরব নিউজ

    প্রকাশিত: বুধবার ২৯, জুলাই ২০২০