Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  আবেগ প্রকাশে বাবারা বরাবরই কাঁচা


  স্বভাবতই প্রতিটা সন্তানেরই তার মায়ের সাথে সম্পর্কটা অনেক সাবলীল। বাবাদের সাথে সন্তানের একটা দূরত্ব থাকে, কিন্তু অনেকেই এই দূরুত্বের মানে বুজে উঠতে পারেনা। এই দূরত্ব সম্মানের। এই দূরত্বে লুকিয়ে থাকে আমাদের অপ্রকাশিত ভালবাসা। হয়তো আবেগ প্রকাশে বাবারা বরাবরই কাঁচা কিন্তু আমি এখনও ভুলিনি স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা আমার সেই বাবার কথা, আমি ভুলিনি বাজার থেকে নিয়ম করে আমার পছন্দের ইলিশ কিনে আনার কথা, আমি ভুলিনি আমার প্রতি বাবার অগাধ বিশ্বাস যা আমাকে ভুল কিছু করতে ১০ বার ভাবায়। শুধু আমার বাবা না, আমি জানি প্রত্যেক বাবারা শ্রেষ্ঠ।  আমি জানি, মানি, বিশ্বাস করি বাবারাও ভালোবাসে, তারাও ভালোবাসতে জানে। তারা ভালোবাসতে জানে দেখেই কারনে অকারণে তাদের কথার শেষে ঠান্ডা লাগে, ঠান্ডার দমকে কাঁশতে থাকে। এই ঠান্ডা, কাঁশির আসল হেতু যে মুঠোফোনের ওপারে বাবা অঝোরে কাঁদছে তা বুঝতে বাকি থাকে না সন্তানের। 

  বাবাদের একটু শক্তই হতে হয়। তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা দূরহ হয়ে যাবে। সন্তানের বেড়ে উঠায় মায়ের আদর স্নেহ যেমন প্রয়োজনীয়, বাবার শাসনও ঠিক ততোটাই প্রয়োজন। বেঁচে থাকতে গেলে ভালবাসার থেকেও বেশি প্রয়োজন খাবারের। একমুঠো ভাতের কি মূল্য তা বুঝে রাস্তার ফুটপাতে রাত কাটানো ঐ পথশিশুটি। বেঁচে থাকার জন্য কঠিন এই বাস্তবতার শিক্ষা বাবারাই দিয়ে থাকে। এ কৃতিত্বটা শুধুই বাবাদের।  

  জয়নাল আবেদীন জিহান, 
  শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।    


  প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad