• সর্বশেষ আপডেট

    দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ৬৪ জনের


    গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৪ জনের মৃত্যু হয়েছে।এটিই এখন পর্যন্ত দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩,৬৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিলেন ৪,০১৪ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ১,৪৫,৪৮৩ জন। 

    আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    অনলাইন বুলেটিনে বলা হয়  গত ২৪ ঘণ্টায় ১৮,৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। 

    আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

    দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

    প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০