• সর্বশেষ আপডেট

    দেশে ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত প্রায় ৪ হাজার, মৃত্যু ৫৩


    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন।নিয়ে মোট মারা গেলেন ১,২৬২  জন। এছাড়া একই সময়ে আরও ৩,৮৬২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৪,৪৮১ জন। 

    আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    অনলাইন বুলেটিনে বলা হয়, ৬১ টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭,২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

    গতকাল সোমবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬,৬৩৮টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,০৯৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৯০,৬১৯ জন।  আর গতকাল আরও ৩৮ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১,২০৯ জন। 

    আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

    দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


    প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০