• সর্বশেষ আপডেট

    বাগমারায় সাব-মার্সিবল পাম্প বিতরণ

    বাগমারায় সাব-মার্সিবল পাম্প বিতরণ Bagmara
    বাগমারায় সাব-মার্সিবল পাম্প বিতরণ

    মুকুল হোসেন, বাগমারা-রাজশাহীঃ- রাজশাহীর বাগমারায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে “সমগ্র বাংলাদেশ পানি সরবরাহ প্রকল্প” এর আওতায় সাব-মার্সিবল পাম্পযন্ত্র বিতরণ শুরু হয়েছে।

    আজ রবিবার (২১ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাব-মার্সিবল পাম্পযন্ত্র বিতরণ করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

    উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ জনসমাগম ঘটে এমন স্থানে এই সাব-মার্সিবল পাম্পগুলো বসানো হবে।

    উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভায় ৪১৬টি সাব-মার্সিবল পাম্প বিতরণ করা হয়েছে। এর ফলে উপজেলাবাসীর সুপেয় পানির যে সংকট, তা লাঘব হবে।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি অফিসার রাজিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাদুসুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুক, আফতাব উদ্দীন আবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু ও কাউন্সিলর হাচেন আলী।


    প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২০