কলাপাড়ায় গাঁজাসহ (১) মাদকব্যবসায়ী গ্রেফতার
![]() |
কলাপাড়ায় গাঁজাসহ (১) মাদকব্যবসায়ী গ্রেফতার |
রাসেল কবির মুরাদ , কলাপাড়া-পটুয়াখালীঃ- কলাপাড়ায় ১কেজি গাঁজাসহ মুসা সিকদার (২৭) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে চম্পাপুর ইউনিয়নের আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মুসা গলাচিপা উপজেলার নলুয়াবগী এলাকার আবদুলখালেক সিকদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চম্পাপুর এলাকায় অভিযানচালিয়ে মুসা সিকদারকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার সাথেথাকা অপর দুই সহযোগী পালিয়ে যায়।
পুলিশের ধারনা মুসাদীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃত মুসার নামেমাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতেপ্রেরন করা হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুররহমান জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২০