ময়মনসিংহে অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার
![]() |
ময়মনসিংহে অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার |
মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মডবাড়ি ইউনিয়নের মডবাড়ি গ্রামের জনৈক হাজী সাইফুল ইসলামের ফিসারি থেকে সোমবার (২২জুন)সকাল ৯ টার দিকে ত্রিশাল থানা পুলিশ অজ্ঞাত(২৫)যুবতির লাশ উদ্ধার করেছে।
এব্যাপারে ত্রিশাল থানার ওসি তদন্ত সুমন চন্দ্র রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।তিনি আরো জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।