• সর্বশেষ আপডেট

    চট্টগ্রামে একদিনেই ১৬ করোনা পজিটিভ



    গত ২৪ ঘণ্টায় ২৪৩ টি নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)। এর মাঝে ১৬ জন চট্টগ্রামের বাসিন্দা, ৬ জন ভিন্ন জেলার।

    পটিয়া ১, বাশখালী ১, লোহাগড়া ১, দামপাড়া পুলিশ লাইন ২, উত্তর কাট্টলী ১, আকবরশাহ ১, হালিশহর বন্দর ২, এনায়েত বাজার ২, বড় কুমিরা ১,পাহাড়তলী ২, বিআইটিআইডি ১ মিলিটারী হাস্পাতাল ১ জন। বাকী ২২১টি নেগেটিভ।

    চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত এলাকায় নতুন করে যুক্ত হল নগরীর এনায়েতবাজার ও সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকা। তবে এনায়েত বাজারে করোনা পজিটিভ শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজন মারা গেছেন। দামপাড়া পুলিশ লাইন, আকবরশাহ, দক্ষিণ হালিশহর ও পাহাড়তলীতে আবার মিললো দুজন করে মোট ৮ জন করোনা পজিটিভ। এছাড়া পটিয়া, বাঁশখালী ও লোহাগাড়াও মিলেছে একজন করে করোনা রোগী। এছাড়া করোনা শনাক্ত রোগী পাওয়া গেছে চট্টগ্রাম সেনানিবাসের মিলিটারি হসপিটাল ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে।

    সোমবার (৪ মে) রাত ১০টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি দিগন্ত নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রকাশিত: সোমবার, ০৪ মে, ২০২০