• সর্বশেষ আপডেট

    সামাজিক দূরত্ব না মেনে মেয়রের ল্যাব উদ্বোধন

    সামাজিক দূরত্ব না মেনে মেয়রের ল্যাব উদ্বোধন

    চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চালু হয়েছে  পলিমারেজ চেইন রি-অ্যাকশন (আরটি-পিসিআর) ল্যাব। আজ  শনিবার (৯ মে) সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চমেক একাডেমেকি ভবনে মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবটি উদ্বোধন করেছেন। তবে এসময় মানা হয়নি সামাজিক দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রাখতে মেয়র নিজেই  বিভিন্ন সচেতনতা মূলক প্রচার চালালেও, তিনি নিজেই মানেননি সামাজিক দূরত্ব।

    এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর, চমেক অধ্যক্ষ ডা. মো. শামীম হাসান, বিএমএ চট্টগ্রাম শাখা সভাপতি ডা.মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী,  মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. এহসানুল হক কাজলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


    প্রকাশিত: শনিবার, ০৯ মে, ২০২০