• সর্বশেষ আপডেট

    কুমিল্লার তিতাসে এক পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীর মানববন্ধন


    এম এ বাশার, কুমিল্লাঃ কুমিল্লার তিতাস উপজেলার চান্দনাগেরচর গ্রামের মজিবুর রহমান ও তার স্ত্রী শাকিলা পারভিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার সাধারণ জনগণ মানববন্ধন করেছে গ্রামবাসী।
    ২৯ শে  মে (শুক্রবার) বিকাল ৪টায় উপজেলার চান্দনাগেরচর-মৌটুপী সড়কের চান্দনাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে ভূক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, চান্দনাগেরচর গ্রামের নাছির ভূঁইয়ার ছেলে মো. ডালিম ভূঁইয়া, খোকন আহমেদের স্ত্রী খাদিজা আক্তার, মৃত আনছর আলীর ছেলে মোবারক হোসেন মুন্সী, বুলবুল আহমেদের ছেলে বাবুল হোসেন, খলিলুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সওদাগর প্রমূখ।
    মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলেন, এলাকায় প্রভাব খাটিয়ে চান্দনাগেরচর গ্রামের মজিবুর রহমান ও তার স্ত্রী শাকিলা পারভিন বিভিন্ন চাকুরির প্রলোভন দেখিয়ে, বিভিন্ন সরকারি সুবিধার অজুহাতে, জমি-জামা সংক্রান্ত বিরোধ সৃষ্টি করে প্রায় ২০জন লোকের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। ভূক্তভোগীরা তাদের টাকা ফেরৎ চাইলে মামলাসহ বিভিন্ন হয়রানির ভয়ভীতি দেখায়।
    এদিকে, মজিবুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

    প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২০