• সর্বশেষ আপডেট

    নোয়াখালীতে ওসিসহ আরও ২৩ জন করোনা শনাক্ত-মোট আক্রান্ত ৩৭৯


    মোঃ ইব্রাহিম, নোয়াখালীঃ নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ২৩ জন শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলামও রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭৯ জনে।

    শুক্রবার জেলা সিভিল সার্জন মো. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে জেলার সদরে ৯, সুবর্ণচরে ২, চাটখিলে ১, সেনবাগে ৮, কোম্পানীগঞ্জে ১ ও কবিরহাট উপজেলায় ২ জন রয়েছে।চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ বলেন, চাটখিল থানার ওসির করোনা পজিটিভ এসেছেন। থানার অন্য পুলিশ সদস্যদের নেগেটিভ এসেছে।

    আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন। শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।

    জেলায় আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জে ২২৬, কবিরহাটে ৬২, সদরে ৮০, চাটখিলে ৩১, সোনাইমুড়ীতে ২৮, সুবর্ণচরে ১৭, সেনবাগে ২১, কোম্পানীগঞ্জে ৮ ও হাতিয়ায় ৬ জন রোগী রয়েছে।
    এছাড়া আক্রান্তদের মধ্যে ৩৯ জন সুস্থ হয়ে হয়ে বাড়ি ফিরেছেন এবং ১০ জনের মৃত্যু হয়েছে।



    প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২০