• সর্বশেষ আপডেট

    নোয়াখালী সোনাইমুড়িতে নতুন সনাক্ত ৭, মোট শনাক্ত ৩৫


    মোঃইব্রাহিম নোয়াখালীঃনোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নতুন করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট শনাক্ত ৩৫। সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ ভাই জানান,  গত ২৪ ঘন্টায় নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা ৭ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আক্রান্তরা দীর্ঘদিন থেকে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।নতুন আক্রান্ত হলেন,  দেলোয়ার (৩২), পিতা - মন্তাজ মিয়া, সং -পিতাম্বরপুর (নুরুল ইসলাম মেম্বার বাড়ি)।  প্রিয়াঙ্কা (২৪), স্বামীঃ দেলোয়ার  সং -পিতাম্বরপুর (নুরুল ইসলাম মেম্বার বাড়ি)। নুরুল ইসলাম (৩৫),পিতা- আব্দুর রশিদ  সং- কালিকাপুর, (লকু  মিয়া হাজী বাড়ি)।  নুরুল আজাদ পলাশ (১৪),পিতা -আব্দুল জলিল, সং ওয়াসেকপুর (ভূঁইয়াবাড়ি)। মাস্তুরি বেগম (৪৫), স্বামী আব্দুল জলিল, সং ওয়াসেকপুর (ভূঁইয়াবাড়ি)। আব্দুল জলিল, (৫৫), পিতা -মৃত আলী আজ্জম  সং ওয়াসেকপুর (ভূঁইয়াবাড়ি)।
    মোহাম্মদ মিলন  (৩৫),পিতা -মৃত আব্দুল মান্নান, সং আলোকপাড়া (বড় বাড়ি)।
    আক্রান্তদের প্রত্যেকের বাড়ী লকডাউন করা হয়েছে।  পাশাপাশি এলাকায় সর্বসাধারণকে সতর্ক করার জন্য মাইকিং করা হয়।

    প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২০