Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  আনোয়ারায় খুলছে না সেন্টার নাবাব খাঁন মার্কেট ও হাজী ইমাম শপিং সেন্টার

  আনোয়ারায় খুলছে না সেন্টার নাবাব খাঁন মার্কেট ও হাজী ইমাম শপিং সেন্টার

  এস, এম, সালাহ্উদ্দীন, আনোয়ারা প্রতিনিধি :করোনা মহামারির ঝুঁকির কারণে ঈদের আগে খুলছে না আনোয়ারা উপজেলার সেন্টার নাবাব খাঁন মার্কেট ও বটতলী হাজী ইমাম শপিং সেন্টার। শনিবার দুপুরে মার্কেটের মালিক ও ব্যবসায়ীদের সাথে আলাপশেষে এ তথ্য জানিয়েছে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন ও মার্কেটের ব্যবসায়ীরা। এদিকে বটতলী হাজী ইমাম শপিং সেন্টারে দুই মাসের দোকান ভাড়া মওকুফের ঘোষণা দিলেন মার্কেটের মালিক জামাল উদ্দীন সওদাগর।

  দিগন্ত নিউজ ডেস্কঃ এস বি কে


  প্রকাশিত: শনিবার, ০৯ মে, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad