• সর্বশেষ আপডেট

    এবার করোনার থাবা সন্দ্বীপে, চট্টগ্রামে আক্রান্ত ৩

    এবার করোনার থাবা সন্দ্বীপে, চট্টগ্রামে আক্রান্ত ৩
                           
    এম এ মেহেদি,প্রধান প্রতিবেদক:: চট্টগ্রামে আরও ৩ জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের পজেটিভ রিপোর্ট আসে। 

    এর মধ্যে চট্টগ্রামে চন্দনাইশ উপজেলা, রাঙ্গুনিয়া উপজেলা এবং প্রথমবারের মত সন্দ্বীপ উপজেলায় মোট ৩ জন আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

    বাকি ৩ জন নোয়াখালী সদর ও নোয়াখালীর হাতিয়া উপজেলা বাসিন্দা।

    শনিবার(২ মে )রাতে এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। তিনি দিগন্ত নিউজকে জানান,  বিআইটিআইডিতে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৬জনের পজিটিভ রিপোর্ট এসেছে। 

    আক্রান্তরা হলেন, চন্দনাইশ উপজেলার হরলা ৪ নম্বর ওয়ার্ড কেরানী বাড়ি বয়স ১৫ বছরের এক নারী,সন্দীপ উপজেলার খান সেবা বাড়ি ৩ নম্বর ওয়ার্ড ২৪ বছর বয়সী পুরুষ,ও রাঙ্গুনিয়ার ইউএনও অফিসের ৪৫ বছর বয়সী এক মহিলা।

    নোয়াখালী জেলার তিনজন হলেন, হাতিয়া উপজেলা ২ জন এক মহিলা বয়স (২৩), আরেকজন পুরুষ বয়স (২৮), একজন নোয়াখালী সদর থানার পুরুষ বয়স (২৫)।


    প্রকাশিত: শনিবার, ০২ মে, ২০২০