• সর্বশেষ আপডেট

    বগুড়ায় প্রথম দফায় ১০০ জনকে দেওয়া হবে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ


    বগুড়ায় প্রথম দফায় ১০০ জনকে দেওয়া হবে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ

    মনিরুজ্জামান,বগুড়া::করোনা দুর্যোগে কর্মহীন খেটে খাওয়া মানুষদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক অর্থ সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার বগুড়ায় প্রথম ধাপে ১০০ জনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। জানা যায়, সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সহায়তার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

    বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালু উপজেলার ১০ জনের কাছে অর্থ প্রদান করতে পারেন বলে জানানো হয়েছে। এরপর বাকি ৯০ জনকে তাদের মোবাইল ফোনে সহায়তার অর্থ পাঠানো হবে।


    বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা যায়,  বগুড়া জেলার ১২টি উপজেলা থেকে মোট ৭৫ হাজার মানুষের তালিকা তৈরি করে গত ৭ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে পাঠানো হয়েছে। ওই তালিকা থেকে প্রথম ধাপে ১০০জনকে বৃহস্পতিবার সহায়তা দেওয়া হবে। তালিকাভুক্ত অন্যদের নাম ও মোবাইল ফোন নম্বর যাচাই করা হচ্ছে। পর্যায়ক্রমে তাদের কাছেও সহায়তার অর্থ পৌঁছানো হবে।

    দিগন্ত নিউজ ডেস্ক/কেএস

    প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০