• সর্বশেষ আপডেট

    কর্মহীন ২৬৫ পরিবারের মাঝে ত্রাণ দিলেন রক্তিম সূর্য ফাউন্ডেশন | দিগন্ত নিউজ বিডি


    করোনাভাইরাস সংক্রমন ও মহামারীর সময়কালে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রামের রক্তিম সূর্য ফাউন্ডেশন, এ সময় প্রায় ২৬৫ কর্মহীন, হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়। নগরীর ৯ নং উত্তর পাহাড়তলীর কৈবল্যধাম হাউজিং(বিশ্বব্যাংক আ/এ) এলাকার বিভিন্ন ব্লকে হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


    রক্তিম সূর্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস বি কে শুভ বলেন, আমরা সামাজিক দ্বায়বদ্ধতা থেকে কর্মহীন হতদরিদ্র পরিবারকে সাহায্য করতে এগিয়ে এসেছি, আগামীতেও আমাদের এই সামজিক কার্যক্রম চলমান থাকবে, খাদ্য সামগ্রীতে ছিল ৪ কেজি চাল,২কেজি আলু,১/২ কেজি মসুরের ডাল,১/২ লিটার তেল,২৫০ গ্রাম পেঁয়াজ,৫০ গ্রাম কালোজিরা,১টি সাবান।

    এ কার্যক্রমে সংশ্লিষ্ট ছিলেন, রক্তিম সূর্য ফাউন্ডেশনের সদস্য সোহেল,আফসার হোসেন,সোহেল তানভির, শুভ তালুকদার, আজদ, ক্লিন্টণ, সম্রাট, সাব্বির, রিদয়, আফসার, বাবুরাফি, পলাশ জহির, রকি, কিবরিয়া, রকিব, ফারুক, সাব্বির আহমেদ, রেহান তালুকদার, রনি, সায়েম রহমান, সাগর হোসেন, শাকিল আহমেদ, মোঃ ফয়সাল, আরমান আহমেদ, সামিয়া কুদ্দুস, রাজ তিলক, এস বি কে শুভ, রফিক, আলাউদ্দিন, জনি চাকমা, মিরাজ, রিয়াদ, আমির সাব্বির, রানা, মো রফিক, প্রমুখ।



    প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০