• সর্বশেষ আপডেট

    চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যা বিশিষ্ঠ আইসোলেশন ওয়ার্ড ঘোষণা


    মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ- ভোলা চরফ্যাশনে হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ইউনিট মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যা বিশিষ্ঠ আইসোলেশন ওয়ার্ড ঘোষণা দিয়েছেন ভোলার সিভিল সার্জন। বুধবার সকাল ১:৩০ মিনিট থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাছাড়া সর্দি, কাশি, জ্বর হওয়া রোগীদের জন্য আলাদা বিভাগ খোলা হয়েছে। চিকিৎসক ও রোগীদের জন্য সরকারিভাবে ৪৫ পিস পিপিই দেওয়া হয়েছে বলে জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক। শোভন কুমার বসাক জানান, ভাইরাসে আক্রান্ত রোগীদের ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক টিম।

    আইসোলেশনের দায়িত্বরত চিকিৎসক হাসান মাহমুদ জানায় মহামারি করোনা ভাইরাস(কোভিড-১৯) নিয়ে আমরা চিকিৎসকেরা প্রস্তুত আছি। তবে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে সহকর্মী ও নার্সরা যেন আতঙ্কিত না হয়ে সচেতনভাবে চিকিৎসা সেবা দেন সে বিষয়ে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুহুল আমিন জানান, মহামারী ভাইরাস মোকাবেলায় গণপরিবহনসহ সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ওষুধের পারমিশি নিত্য প্রয়োজনীয় দোকান ও প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। এছাড়াও সরকারি বরাদ্দকৃত তহবিল থেকে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এবং জরুরী কন্ট্রলরুম খোলা হয়েছে। পুলিশ প্রশাসন ও নৌ-বাহিনীসহ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি যাতে করে কোনো জনসমাগম না হয়।সর্বসাধারণ যেন সর্তক থাকে সে বিষয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০