• সর্বশেষ আপডেট

    করোনা প্রতিরোধ সচেতনতায় বদলে গেলো পাটগ্রামের চিএ উপজেলা চত্বরে হ্যান্ড ওয়াশ বেসিন নির্মাণ


    কামরান হাবিব, রংপুরঃ- করোনা ভাইরাস (COVID-19) এর সংক্রমণ রোধে  প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্দেশনায় প্রতিটি বিভাগীয় শহরে ০৮ টি জেলা শহর পর্যায়ে ০৫ টি ও উপজেলা পর্যায়ে ০১ টি করে Hand Wash basin নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয় এরই ধারাবাহিকতাই পাটগ্রাম  উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের  নির্দেশনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জনাব মো: আতিকুর রহমান এর তদারকিতে পাটগ্রাম উপজেলা চত্বরে নির্মিত হয় Hand Wash basin।

    যার সুফল ইতিমধ্যে গণমানুষের মাঝে পৌছে গেছে। এছাড়াও চলমান প্রেক্ষাপটে করোনা প্রতিরোধ ও আতঙ্কিত মানুষের প্রতি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুরক্ষিত থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা  এবং সরকার ঘোষিত সিদ্ধান্তের বহিঃপ্রকাশের বাস্তব নিদর্শন এটি। এবিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বলেন এই হ্যান্ড ওয়াশ বেসিনটি উপজেলা চত্বরের এমন একটি লোকেশনে নির্মাণ করা হয়েছে যার সুফল এখানে আগত সকল মানুষের জন্য নিশ্চিত হবে। আমারা করোনা ভাইরাস প্রতিরোধে সকল পেশা শ্রেণীর মানুষকে সচেতন করছি এবং তাদেরকে নিরাপদে রাখার চেষ্টা করছি। আমি চলমান বাস্তবতায় সকলের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা কামনা করছি। অপরদিকে উপকার ভোগীগন সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।


    প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০